বিবসনা সময়ের গান

বিবসনা সময়ের গান

 

নির্বোধ ভাঁড়েদের মিছিল থেকে সাপ্তাহিক মিলন

অগ্রন্থিত বিবেকের পাঁচালি

আর শেষ রাতের ক্লান্ত সংলাপ

অভিশপ্ত সংবিধান জুড়ে

মানবিক অভয়ারণ্যের খোঁজ

কেবলই ল্যাণ্ডমাইনের

মুখোমুখি অবিন্যস্ত ভোর

সুবর্ণরেখার জলে কেবলি ধুয়ে নিয়েছি

দেখ আমার নিভৃত অক্ষরগুলো

নুনমাটি কবরের উপর স্বপ্ন নয়,

সংলাপে বিলাপে সময়ের প্রতিলিপি দিয়েছি ঝুলিয়ে

এখন আমি তোমাদেরই লোক

মিনিস্কার্ট জুড়ে বিপণীর অভ্রান্ত জ্যোৎস্নায়

সত্তর দশক নয়, এ এক নতুন শতক

গণিকার বার থেকে একমেরু সিমে,

কবিতা কম্পাসের তীরে আজকের ভোর

হাজার বছরের মেঘমালা হয়ত বিরহী চাতক

তবু আজ নয় কবিতায় দৃপ্ত রসায়ন

আজ আমাদের শান্তিতে নোবেল দেওয়া হোক

 

 (০২/০৮/১৩)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন