বিপন্ন নৌকা

বিপন্ন নৌকা

 

বিপন্ন নৌকার মাঝি যেন

শব্দের শৃঙ্খল ভেঙ্গে ভেঙ্গে

আগোছালো হয়ে যায় রোজ

সকল নারীর জন্য জমানো চুম্বনে-

স্নিগ্ধতা ধরে রাখতে চেয়েছি

তবুও স্পন্দিত হৃদয়

শিকড়হীন নিরালম্ব হয়ে ঝুলে গেল কতবার

আগুনের ঘরবাড়ি প্রাতঃভ্রমণের সময় হানা দিয়ে গেল

পাখির পালকেরা সারা রাত

আরব্য রজনীর সিম্ফোনী হতে চায়

অথচ আমি,

বিপন্ন নৌকার মাস্তুলের অনেক কাছাকাছি

তবু শব্দের শৃঙ্খলে এক-পা দু-পা জীবনের অর্থসঙ্গতি খুঁজি

একটা দুটো অব্যর্থ চুমুর হদিসে

সকালের কাগজ কেবলি বাসি খবরে বিপন্ন

মানবাধিকারের অবসন্ন গ্লানি

তবু টেনে টেনে আনে

নিজস্ব দেওয়ালে পরস্পর ছায়ারা তবু

যেন বলে যায় উরুভঙ্গের পর

ক্ষমা হোক মহাপ্রস্থানের পথ

 

(২৬/০৩/১৩)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন