আমি

 

 

আমি

 

সমস্ত সবুজে চোখ ভিজিয়ে নিয়েছি

রামধনু ফুলকে দিয়েছি সৌন্দর্য্য বোধ

আকাশের সীমানায় উড়িয়ে দিলাম মনঘুড়িটা

সাত সাগর তেরো নদীর জলে

ভালোবাসা ঢেলে দিয়েছি সর্বস্ব

বিন্দু বিন্দু মাটির আঘ্রাণে আমার শিহরণ

শিকড় ছড়িয়েছে দ্রুত

হৃদয়ের সব কথায় বাতাস হল পুলকিত

বৈশাখী সমীরণে তার স্নিগ্ধতা

সকালের তরতাজা রোদ আমার প্রেমের উষ্ণতায়

সোনালী হয়ে দুয়ারে দুয়ারে

সমস্ত গোধুলির আলো

আমার মুগ্ধতা নিয়ে সন্ধ্যা হয়ে নামছে দেখো

তোমার জানলায়

আজ রাতে সমস্ত রজনীগন্ধা আমার কথা বলবে

তোমার শিয়রে

আমার ইচ্ছেডানা আলোকবর্ষ পাড়ি দিয়ে

যে নীহারিকার জন্ম দেবে অন্য ভূবনে

সেখানেও তুমি

পাখির কুজনে আমারই গল্প শুনবে

এক রাত তৃপ্তির ভোরে

 

(০৭/০৭/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন