ইশারা বসে আছে নিশ্চুপে

 

 

ইশারা বসে আছে নিশ্চুপে

 

তুমি কি আমাকে আর ডাকবেনা?

ঈশ্বরের বাগানে বাতিস্তম্ভ আলো দিচ্ছে দেখ।

কত মহেঞ্জোদরো হরপ্পা হল কাক ভোরে।

পম্পেইয়ের লাভা আকাশে উড়িয়ে দিয়ে ছাই

দিনে দিনে হৃদয়ে শুকালো।

 

মানুষের হিরোশিমা সীমা ছাড়ালে লোভ

লালসা রিরংসা ক্ষোভ শতরঞ্জ চৌখোপে

ভোপালের গ্যাস এসে লাগে মুখে.....

 

ঈশ্বরের বাগানে বাতিস্তম্ভ জ্বেলে নিয়ে

কেষ্ট বিষ্টুরা সব আছে সুখে।

 

তবু তুমি একবার ডেকে দেখো।

জ্যোৎস্নার ঝিঁ ঝিঁ ডাকা রাতে.....

শরীরের প্রতি রোমকূপে ইশারা বসে আছে চুপে…..

 

বিপ্লব ক্ষণজীবি তাও পেটোয়ারা পেটো হাতে ছোটে।

পোস্টার ছিঁড়ে দিলে রোজ দেওয়ালের ওল্টানো পিঠে

ক্ষীণজীবি মরে যাবে তাও শেষবার মাথা তুলে ওঠে।

 

(১৪/০২/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন