আমায় তুমি মন্দ বলতে পারো

 

 

আমায় তুমি মন্দ বলতে পারো

 

আমায় তুমি ভালোবাসবে ভেবে

ডেকেছিলাম তোমায় আমার কাছে।

আপন সুখে তোমার মনের মধু

মিশিয়ে নেব যুগল প্রেমের আঁচে।

 

শরীর মনের অন্ধ কানা গলি

যুক্তাক্ষর ছাঁদের টানে টানে।

তাপ উত্তাপ রাত্রি দিয়ে ছেঁকে।

দাঁড় করাল প্রেমের একটা মানে।

 

এখন আমার জীবন জুড়ে শুধু

গন্ধে তোমার রাত বারোটার গান।

আমায় তুমি মন্দ বলতে পারো।

রক্ত গরম সুখের প্রতি টান।

 

কিন্তু তবু তোমার শরীর জুড়ে

আদর যত হয়েছে অম্লান।

আড়ালে তার হৃদয় আছে অনেক।

নেই কিন্তৄ মেয়ে মানুষের টান।

 

(১০/০২/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন