ইতস্তত বিক্ষিপ্ত নিস্তবদ্ধ প্রশ্ন

 

 

ইতস্তত বিক্ষিপ্ত নিস্তবদ্ধ প্রশ্ন

 

(তখন)

 

নদীর মত ভালোবাসা নিয়ে

বয়ে চলেছি নারীর সঙ্গমে।

কথা নয়। প্রশ্ন নয় এখন।

সৃষ্টি মুহূর্তের এই বেদনা

আমার শরীরে হয়েছে অম্লান।

ঝিরিঝিরি অভিমানে

বৃষ্টির মত ভিজিয়েছে সে আমায়।

ভালোবাসা আকন্ঠ নেশার মতো টেনেছে ভুবন।

 

(তারপর)

 

পৃথিবীর বুকের ভেতর

সঙ্গমের রীতি রাত্রির অধরে

হারান চুম্বন যত করেছে জড়ো।

তবু কেন ক্লান্ত

যুগ অবসানে নতুন ক্লান্তি

ফিরে ফিরে চলে আসে?

সঙ্গম সমুদ্রের জলে নোনতা

হয় আমাদের হৃদয়?

 

(এখন)

 

স্পর্শের অনুভুতিগুলি

স্মৃতির দেরাজে তুলে রেখে

জড়ো করেছি প্রিয়া

ভুলের মাশুলগুলি তোমার শরীরের

এত কাছাকাছি।

হয়ত যায় না বোঝা

রাত্রির অতল গভীরে আজও দুজনে

কেন পাশাপাশি আছি।।

 

(২২/০৮/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন