আরাধনা আরতি

 

 

আরাধনা আরতি

 

জলপরী বাসনার রঙে মধ্যরাত্রির নীল সময়।

শতাব্দীর নকশায় হয়ত জোনাকি বসলে

অন্ধকার দূর হতে পারে ভেবে;

সবিতার ধ্যানে আসমুদ্রহিমাচল

অক্ষরে অক্ষরে গূন টেনে চলেছে হদয়।

এসময়ে কথা বলতে নেই।

সাতরঙা নীল আকাশ আর ঢেউ ভাঙ্গা

সামুদ্রিক উচ্ছ্বাসের আদরের মত

আমাদের পূর্বরাগ।

শতদল পদ্মের মতো বিকশিত হলে

কবিতার জন্ম হয়।

শিশির ভেজা পাপড়ির সুবাসে

গুনে গুনে ভালোবাসা ধরে রাখা গেলে

যুদ্ধক্ষেত্র থেকে সমস্ত কামানের মুখে বারুদ নয়।

প্রীতিভোজের নিমন্ত্রণ পাঠানো যাবে একদিন।

মানুষের শিকড়ে মৃত্যুর বীজগুলো

মহাকাব্যে আচমন করলে বিবেকের,

ধর্মগ্রন্থের পাতাজুড়ে স্বর্গের জাল বোনে দেখেছি।

তবু আমি সে সব নকশা ছেড়ে

জলপরী সঙ্গমে মেতেছি।

 

(১৪/০৫/১৩)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন