আরতি

 

 

 

আরতি

 

ঝিনুক কুড়াতে হলে মনে মুক্ত থাকা চাই।

গর্ভের ভিয়েনে মায়ার সাত পাকে

আদরের রঙ হলে স্নেহ, বধু ঝিনুক কুড়োতে যেও।

 

তোমাকে দেখতে হলে জানি, গোলাপের শেষ কাঁটাখানি

মননের সন্তাপে যেন নিরবে নিভৃতে থাকে।

শত বেদনার নির্ঝরেও জমে উঠুক সে বেদনাই।

আরতি।

 

(২৩-১০-১৪)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন