আর্ট

 

 

আর্ট

 

আমার পায়ের তলায়

মাঝে মধ্যে এক আধটা গুপ্ত সুরঙ্গ এসে ঠেকে।

বড়ো লোভ হয় তবু ভয় হয়।

বেরুবার দরজা আছে তো, আঁধারে।

বেরুবার দরজা কি থাকে? করে নিতে হয়।

ওটাই আর্ট।

নয়তো লক-আউট জীবন থেকে।

 

আমার ঘুমের মাঝে যে মেয়েটা হামা দেয়

কখনো সখনো

তার আঘ্রাণ নিয়ে আমি

ভালবাসার অভিধান লিখে ফেলতে পারি।

কিন্তু সে অভিধান খুলে পড়তে ভয় হয়।

ভয় তো হতেই পারে ভয় না করাটাই তো আর্ট।

নয়তো লোডশেডিং জীবনে।

 

আমার একার নীল আকাশে উড়তে উড়তে দেখি

আরও কত অচেনা আকাশ হাত বাড়িয়ে রেখেচে

সাদা পতাকা তো বাড়িয়েই দিতে পারি।

কিন্তু সে পতাকায় যে ঘূণ ধরেছে বহূদিন।

যদি কেউ ধরে ফেলে। ধরে তো ফেলবেই।

ঘূণ ঢেকে রাখাটাই তো আর্ট। নয়তো

নক আউট লাইমলাইট থেকে।

 

(০৩/০৭/১২)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন