আহ্বান

 

 

আহ্বান

 

জ্যোৎস্নার শরীর ছেয়ে

নারীর বিমুগ্ধ রূপ যেন!

জোনাকি নৃত্যের রাতে

চঞ্চল মাটির বুকে নেমেছে

ফসিলের প্রবাহ!

আবহমান মৃত্যুর মিছিলে

ভালোবাসার গোলাপ গন্ধ

যেন পান্ডুলিপির করেছে আয়োজন!

তখন শব্দের জন্য

ওষ্ঠের চুম্বনে রক্ত জমলে প্রিয়া,

আমার অধরে এসো বিনম্র সন্ধ্যায়!

 

(১৭/১০/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন