ঈশ্বরনন্দিনী

 

 

ঈশ্বরনন্দিনী

 

নগ্ন নির্জন চিবুকের নক্ষত্রসন্ধ্যায়

সোহাগের ডানা মেলে দিলে আদরের চুম্বন-

হয়ত জলপরী শাড়ীতে তুমিই ঈশ্বরনন্দিনী তখন।

সহস্র আগুনের ফুলকি কিশোরীর ডাগর চোখের মতোন।

ঘুমভাঙা শিশিরের মতো অমলিন নিঃশব্দ বিস্ময়ে

তোমার স্পর্শ পেতে চায়।

এক-পা দু-পা পথের সারি এগিয়ে চলেছে

জনঅরণ্যের রোজকার ভিড়ে।

এ সন্ধ্যায় তোমার পঞ্চবটি থেকে

মায়ামৃগ নয়, জলসিঁড়ি নদীর জলসাঁতার ঢেউ:

ধুয়ে দিয়ে যায় নিরুদ্ধ লক্ষ্মণরেখা সব।

বৈতরণীর পারে অমাবস্যার রাত

তখন ফুলশয্যার আয়োজনে

জোনাকি সাজিয়ে রেখেছে শতাব্দীর তানপুরায়।

সংবাদ শিরোনামে সাগরের অতল থেকে

হিমশৈলের চূড়ায় তোমার অভিযানে

রত্নগর্ভা সময় শুধু ঈশ্বরের চুম্বনের অপেক্ষায়।

 

(১১/০৯/১৩)

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন