মক ফাইট

মক ফাইট

 

আকাশ টিপ হাসিতে আনন্দ ঝরিয়ে বলো

একটা দুটো ভালোবাসার কথা

মান্ধাতার বাবার আমল থেকে বসে আছি

গঙ্গা যমুনা পদ্মার তৃষ্ণায় ফুটিফাটা চৌচির

চুমুগুলো নিয়ে আজো সকালে রোদ উঠেছিল

গোমড়া মুখে ছিটকিনির ফাঁক দিয়ে

বিবস্ত্র কটা আলো এসে তবু হৃদয় কাঁপালো

পাললিক শিলা থেকে পৌরসভার পীচে কেবলি

গর্ত খুঁড়ে চলে যায় সময় হাড়গোড় ভাঙাভুঙো নিয়ে

তবুও ফেস্টুনে ব্যানারে ধরে রাখি শিল্যানাসগুলি

রাতনামা পরীদের সন্ধ্যায় গলা ঢক ঢক বার থেকে

মাসি পিসির ঠেকে...এই বাংলায় সমস্ত বিপ্লব

এসে স্লোগান ভিজিয়ে নেয় তোমার আদরে

তবু উন্নত নাসিকা কুঞ্চনে

আজো আমাদের আঁতেল মিছিলে

লড়াইয়ের ঢাকে কাঠি পড়ে

মান্ধাতার বাবার আমল থেকে চলেছে লড়াই।।

চলছে

 

 (০৭/১২/১২)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন