মহানির্বাণ

মহানির্বাণ

 

আমরাও চলে যাব একদিন

রোজকার একান্ত অভ্যাস ছেড়ে

কতকিছু টুকিটাকি নিয়ত ভালোবাসা ফাঁকি দিয়ে

প্রিয়মুখ ফিরিয়ে দিয়ে গোলাপী তোড়ায়

সব কাজ ফেলে রেখে সব আশা ভালোবাসা

ভুলবোঝাবুঝির সকল সময়

আমরাও চলে যাব হাড়গোড় ফসিল করে দিয়ে

কবরের স্মৃতিতীর্থ নিয়ে

তুমিই কি থকিবে বাকি প্রিয়ে

 নক্ষত্র আলো নিয়ে হাহাকার আধাঁরে

খুঁজিবে কি আর আমাদের

এই সব পাহাড় সমুদ্র নদী

কত জল বহে যাবে ভাব

তবু কি আর এদিন ফিরে পাব?

তোমার আমার মিলনবিন্দু ফেলে

কে কোথায় ছিটকে চলে যাব,

 তবু আজ কত জোরাজুরি

কত হিসেবের কড়ি? কতো যুদ্ধ মহামারী

কত ছোটাছুটি পকেট ভরিতে

আর খ্যাতির মূর্তি গড়িতে

ওদিকে লখীন্দরের গর্তে

মহাকাল তুলিছে ফণা

নিশ্চুপে নিঃশর্তে

 

(০২/০৬/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন