মহাকালের আয়ুধ

মহাকালের আয়ুধ

 

আমি সব কিছু ছেড়ে দিতে রাজি।

প্রিয়তম শয্যাসুখ রাত্রির আধাঁরে।

লেটার বক্সের ভালোবাসা চাবি।

মোবাইলের প্রিয় নম্বর মুখস্থ সন্ধ্যা।

ভালোবাসার মেঘ বৃষ্টি রোদ্দুর খেলা

শীতের কুয়াশা বসন্তের পড়ন্ত বেলা।

শুধু মন্ত্রমুগ্ধ প্রভাতের একটি

শিশির বিন্দু হয়ে এসো।

তোমার নাভিকুণ্ডে অমৃত যোনির শাশ্বত আলোর

উজ্জ্বল আধার ধারণ করুক আমার

অমেয় পৌরুষ।

এই মাটির ঘ্রাণে তোমার সৃষ্টির সন্তাপ

আমায় দিক আরও মানবিক উজ্জ্বলতা।

আরও কিছু স্থির প্রত্যয়।

স্পষ্ট চেতনা।

লোভ লালসা লাম্পট্যের

অন্ধকারেও জ্বলা যাক জোনাকির মতো দৃঢ় অঙ্গিকারে

তার পর সেই আলোর রেখাই রূপরেখা

একদিন নব ইতিহাস।

মানবিক প্রত্যেয়ের গল্পে

এক বিন্দু আমি।

 

(২৪/১১/১১)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন