ভোরের যুথিকা

ভোরের যুথিকা

 

চিত্রকরের মায়াবী ইজেলে

রঙের অভিসার জুড়ে মন্দমধুর দোলা

বৃন্তস্তোনী ক্যানভাসের জমাটি আসরে

পুংকেশর ওড়ে প্রজাপতি স্মরণে

রোমাণ্টিক যুবতীমনা কিশোর বেলার গানে

ঠোঁট ভিজেছে নারীর রাত্রিবাসের চিরকুট মৌতাতে

ভিজেছে কফির পেয়ালা ভরা, আলিঙ্গনসুধা

সপাটে উত্তুঙ্গ ঢেউ ভাঙা খেলায়

নষ্টনীড়ের পাঁজরেও সূর্যমুখী প্রেম

ভোরের অপেক্ষায় দিন গোনে

অন্যদিকে ভালোবাসার এক্কাদোক্কায়

পরাজিত সৈনিকদের স্মরণে স্মৃতিফলক জুড়ে

মোমবাতি মিছিলের মৌনতা

তবুও একাকীত্বের ঘরে মনের কংক্রিট শরীর

নিস্তব্ধতার পটে কবিতায় কাব্য হারায়

গ্যালাক্সি জুড়ে শতশত পৃথিবীর অকাল প্রয়া

আমাদের নিষ্প্রদীপ সংলাপে ভোরের যুথিকা

তবে আর কে ফোটাবে?

(০৯/০৯/১৩)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন