ময়ুর পালক

ময়ুর পালক

 

তারপর

অনেক ময়ুর পালক সমুদ্রনীল আকাশের বুকে

নদী এঁকে গেছে রূপকথার জন্মের অনেক আগে

তারপর রূপবতী পরীদের ডানা ছেঁটে

শঙ্খনীল কারাগার বানানোর কালে

নারীর লক্ষণরেখা এঁকে রেখে গেল তারা

সামুদ্রিক ঝিনুকের মতো সৌখীন সুখের ঘরে

ডানা ছাঁটা পরীর গল্পে তারপর নারী

তাদের আকাশ আর বাতাসের ভেজা স্বর

ধু ধু বালির চরে শুয়ে থাকা নদীর মতো

সুরে গুনগুন করে শুধু

আসবাব ঠাঁটবাট ঘরকন্নার ঘরে

অন্তহীন রাত্রির তৃতীয় প্রহরে শিথিল নক্ষত্রের মতো

আগুনে আগুনে ভিতর দিকে পোড়ে

পৃথিবীর বয়সিনী শব্দরা তারপর কাব্যের প্রস্তুতি ছেড়ে

সমুদ্রের ঢেউ হয়ে ওঠে সুনামির প্রলয়ের পরে

বিধাতা কি আবার বসবেন প্রেমের তুলি নিয়ে দুই হাতে?

তবে?

 

(০৭/০৮/১৩)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন