মহড়া

মহড়া

 

আজকের নাটকের নাম রেখেছি জুঁইফুলের সুবাসে

বেলফুলের পর্দা উঠলে

রজনীগন্ধা সময় গোলাপী সংলাপে বিভোর হবে জানি

পদ্মপাতায় জলকেলির রাতে

নাটকের পাত্রপাত্রীর সাজে

আমরা সবাই

কুমারসম্ভব থেকে ডাকঘরের ডাকের অপেক্ষায়

সূর্যমুখীর বুকেও জেগেছে বিস্ময়

ইন্দ্রধনুর ডিঙায় সওদাগরের পালে

ছায়াপথ পেড়িয়ে যাচ্ছি

বিকিকিনির হাটে ভালোবাসা

প্রেমের সাজ সজ্জার বিশ্বায়ন

আমাদের মঞ্চে আলোকসম্পাতে ব্যাস্ত

আজ রাতে নেই মৃত্যুর সুনামীর পূর্বাভাস

তবু মঞ্চজুড়ে চম্পা চামেলীর  অগ্ন্যুৎপাতে

 ধ্রুবতারার ধ্যানভগ্ন হলে ;

দেবর্ষি নারদের হাসি মঞ্চ ভাসাতে পারে নিশ্চয়

 না বিপ্লবের সাইরেন বাজাব না আমরা,

আমাদের নাটক

সে তো রোজকার মহড়া

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন