মরুভূমি

মরুভূমি

 

প্রিয় বন্ধুর ভালবাসা

 জলীয় বাষ্প হয়ে উড়ে গেলে

নিজেকেই বড়ো বিচ্ছিরি লাগে।

পাতা ঝরা ফুলহীন শীর্ণ গাছের ছায়ার মতো

নেহাতই অকিঞ্চিৎকর।

ভালবাসার লম্বা শিকড় নিয়ে সত্ত্বার গভীরে,

শৃঙ্খলিত নিঃসঙ্গতা।

বেআব্রু হয়ে দাঁড়িয় গেল তোমাদের মিছিলের পেছনে।

মুখে রা টি নেই। দৃষ্টিতে ছাদ উড়ে যাওয়া

ঘরের মতো বিভ্রান্তি।

হিমালয়ের মতো ভারী পা দুটো নিয়ে আমিও

স্ট্যাচু হয়ে যাই

বন্ধু স্মরণ সরণীতে।

 

জীবনের এই সব অভিজ্ঞতা নিয়ে পাণ্ডুর চাঁদ

জ্যোৎস্না ছড়ায়

মন কষাকষির বিকেল গড়ানো সন্ধ্যায়।

যারা আজ ভালবাসা কুপিয়ে চলে গেল,

যারা যাবে কাল।

 

প্রিয় বন্ধু তুমি কি তোমার মাস্তুল থেকে

গুটিয়ে নবে শতচ্ছিন্ন ভালবাসার পাল।

 

(১৬/০৭/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন