মধ্যরাতের লজ্জাবতী

মধ্যরাতের লজ্জাবতী

 

তোমার আমার মধ্যে ছিলো

সুতোয় বোনা লজ্জাগুলো।

রং বেরঙের মনের কথা

শরীর জোড়া জমাট ধুলো।

 

জড়িয়ে ছিলো অষ্টপ্রহর

মধ্যরাতের সিক্ত চাদর।

তবুও সখা লজ্জা পেলে

ব্যর্থ হল তপ্ত আদর।

 

রাতের ডানায় উত্তেজনা

ঠিক স্টেশনে মিলিয়ে দিলো

শরীর ভাঙ্গা ঢেউয়ের মাথায়

সব সিগন্যাল সবুজ ছিলো।

 

জ্যোৎস্নাগুলো চার দেওয়ালে

সুখের ঘরে আঁকল সোহাগ

তবুও কেন শামুক হলে

মধ্যরাতে বাজল বেহাগ?

 

মন গহনে ডুব দিয়ে মন

একটু হলে লজ্জাহীনা।

বুঝতে তুমি মিলন মেলা

সাঙ্গ হয় না সোহাগ বিনা।

 

শরীর জুড়ে রাত নামিলে

জ্বেলোই নাহয় সবুজ আলো

মধ্যরাতের নেশার ঘোরে

হৃদয়বীণাও বাজবে ভালো।

(২৭/০৫/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন