মহাকালের খেয়ায়

মহাকালের খেয়ায়


অনেকগুলো আষাঢ়ে মেঘ

চুমু খেয়ে গেল আমাদের প্রেমিকার সোহাগে

সন্ধ্যাপ্রদীপের শিখা জানি না মুখ টিপে হাসল কি না

তবে শিখা গলে পড়ল কিছু খুশির ফুলকি

যত গুলো বৃষ্টি নেমে ছিল আমার নামে

গুনে গুনে ভিজেছি আমি

সপ্তডিঙা প্রেমের পসরা নিয়ে চলেছি মহাকালের খেয়ায়

সব নারী হয়ত রামধনু আঁকে নি বুকে

হাসিতে ধরেনি বাসন্তী রঙ

তবু আমার এ ডিঙায় প্রেম আছে

ভালোবাসা নামে

সব আঁচল ভিজিয়ে দিতে পারে

আকাশনীল আনন্দে শরীর ভিজিয়ে নিয়ে

হয়ত কোনো সমুদ্রবন্দরে

তার বাতিঘর অপেক্ষায় আছে

সপ্তডিঙ্গা চলেছে অভিসারে

মেঘদূত আজ পিছিয়ে পড়েছে

 

রাত্রিকে খোঁপায় বেঁধে

শূন্য শয্যায় যে আজও শুয়ে আছে

অনেক গুলো নক্ষত্রের আলো তাকে আজ আদর করেছে

 

(০৩/০৭/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন