অগ্রদূত

 

 

অগ্রদূত

 

সময়ের অগ্রভাগে দাঁড়িয়ে দেখি

মরুভূমির উষরতা নিয়ে নিষ্ঠুর বালির প্রপাত

অক্লান্ত প্রতিরোধে।

যদিও মনীষীদের বাঁধানো পথ জন বিরল মূলত।

তবু যেটুকু ভিড় বেড়ে ওঠে ইতস্তত, ছন্নছাড়া।

যুগধর্মের কোরাস শ্রবণে  সন্ত্রস্ত;

তাই ভীত সম্ভবত তোমার বাণীতে।

বাকিদের কথা। বলাই বাহুল্য তা

সৃষ্টির বাণী বোধহয় নিয়ত পরিমার্জন?

অনন্ত পরিশোধন সুন্দরতর পথে সুন্দরতমে।

অথচ সময় সংহতিতে

নিরলস "স্থিতাবস্থা নিশ্চয়তা দেয়

জমানো সুখে"র অনুভবে আমাদের হৃদয়;

শুধু ঐ সুখটুকুর আকাশ ছুঁতে চাওয়া

তাই তোমার বাণীতে খ্যাতির ছোঁয়া লাগেনি এখনো।

তাই তো তোমার প্রত্যয় সরণী আজও হয়নি বাঁধানো।

 

(০৫/০৬/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন