অনিমিখ সন্ধ্যা

 

 

অনিমিখ সন্ধ্যা

 

কবিতা লিখতে পারিনি কখনো

শুধু অক্ষর পতনের শব্দ শুনেছি

আলাদিনের প্রদীপ দেখিনি

কোনোদিন

শুধু রাজকন্যার স্বপ্ন

দেখেছি

প্রেমের উড়ো চিঠি দিইনি

কাউকে

শুধু রূপসীর এলোচুল গুনেছি

মহাভারতের যুদ্ধে যাইনি যদিও

তবু মহাপ্রস্থানের পদধ্বনি শুনছি

 

(১৭/১০/১৩)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন