অদ্বিত্বীয়া অদিতি

 

 

অদ্বিত্বীয়া অদিতি

 

তখন ইতিহাসের কুঁড়িতে প্রথম ধরেছে কলি।

সমুদ্রনীল আকাশের পটে সবুজ মাটির বুকে

জেগেছে প্রথম শিহরণ।

রক্তের রঙে রঙ ধরেছে বসন্তের ফাগুনের।

ইন্দ্রিয়ের স্বরলিপি জুড়ে নেমেছে মালকোষ।

মনু সংহিতার ব্যকরণের

তালা চাবি ভেঙ্গে ঢুকে পড়েছেন বাৎসায়ণ।

রাত্রি তখন তৃতীয় প্রহর।

সমুদ্রের ঢেউ ভেঙ্গে ভেঙ্গে প্রজননের দরজা খোলা নয়,

এ এক বিপুল বিস্ময়।

সৃষ্টির বেদনা সুখ নয়।

পূর্ণ শুধু পূর্ণ হয়ে ওঠার অনন্ত সময়।

তখনি সার্থক হল পৃথিবীর মাটিতে প্রথম,

বিধাতার শেষ অভিপ্রায়।

তোমার অধরে আমার সিক্ত চুম্বনের প্রথম স্বাক্ষর।

শরীরে শরীরে প্রীতি বিনিময়। অনন্ত রাত্রির কোলে

নাগরিক কোলাহল না,

শুধু আমাদের প্রথম আলিঙ্গন তোমার আমার।

প্রথমবারের মতো

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন