অচিনপুরের রূপকথা

 

 

অচিনপুরের রূপকথা

 

রাজকন্যার আখিঁর রঙে মদিরাময় সুর

কাব্যভরা পেয়ালা হাতে ছন্দেতে ভরপুর

মধ্যরাতের বিজন বাসে নিরালা মজলিস

রাজকন্যার ছন্দেসুরে নৃত্য অহর্নিশ

এই যে এখন মদির নেশায় রাজকন্যার গান-

অচিনপুরের রাজপুত্রের জাগিয়ে দিল প্রাণ

 

অঙ্গজুড়ে লাগল নেশা গুঞ্জরিত মন্দিরা

রাজকন্যার চুম্বনে আজ শিহরিত শিরদাঁড়া

পেয়ালা ভরে উঠচে জমে তন্বী সাকীর রূপ

অচিনপুরের রাজপুত্র আর কি থাকে চুপ

রাজকন্যার অঙ্গ দোলে দৃপ্তশিখার উজ্জ্বলে

রাজপুত্রের নয়নজুরে সোহাগ জাগে উচ্ছলে

 

এখন যদি রাজকন্যার নেশায় লাগে ঘোর

অচিনপুরের সখার ওপর খাটায় প্রেমের জোর?

মধ্যরাতের বিজন বাসে হাজার তারার বাতি

অঙ্গ জুড়ে উঠবে মেতে অচিনপুরের  রাতি

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন