অকথিত বাণী

 


 

অকথিত বাণী


 রক্তের ভেতর কত দহন                                                         

প্রতিদিন ব্যস্ত বন্দরে নোঙর ফেলে অপেক্ষা করতে থাকে।

এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য

তবু সুজাতার পরমান্নে

স্থিতু হতে চেয়েছে সময়।

সেমিনারে কথামালা সাজানো

হয় সনাতন প্রথায়।

সমাবর্তনে রেখেছে মিথ্যের কূহক।

তবু এই সময়গুলির মুঠো মুঠো কৈফিয়ত গর্ভের ভ্রুণে

হয়তো আবারও প্রাণ নিষিক্ত করে যাবে- সমাবর্তনের পাশে পাশে ।

জনবিপ্লব হয়তো নয়

কোনো ফেস্টুনে ব্যানারে;

তবু হয়ত সেমিনারে

উচ্চকিত বাণীর আড়ালে

দৃঢ় হবে অকথিত বাণী।

 

ততদিন বন্দরের কাল হয়নি শেষ।

নোঙর থাকুক গভীরে।

উচ্চকিত বাণীর আড়ালে

দৃঢ় হোক অকথিত বাণী।

 

(০৩/০৬/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন