১৪২০

 

 

১৪২০

 

কোথাও শান্তির ললিত কণ্ঠ নেই শুশ্রূষার সময়ে?

কোথাও প্রেমের উদ্দীপনাও নেই

বহুদূর ব্যাপৃত তর্কের সীমানায়?

কোথাও মৃত্যুর জয় পতাকা নেই,

প্রলম্বিত শপথে? তবু:

মৃত্যুদীর্ণ মিছিলের অগ্রভাগে

বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার, আমার দেশ।

সকালের শিরনামে

বাসি খবরের মানে স্থির থাকে জেনেও; হৃদয় পোড়া

আঘ্রাণ পেলে পরস্পরের চোখে দৃষ্টি রেখে স্থির---

সূর্য হয়ে যায় সর্বত্র।

ফিরে আসা যায় ময়দানে।

ইতিহাসের শেষে নয়।

অগ্রহিত পর্বে।

সময়গ্রন্থীতে অযথা গিঁট পড়লেও। যত্র তত্র।

ব্যাপৃত নিঃশ্ছিদ্র তমিস্রার মাঝেও;

আড়ালে আবডালে সংক্রমক

হয়ে গেলে তিমিরহননের গান;

১৪২০ পোয়াতি হোক।

সন্তান সন্ততিতে ঘিরুক প্রজ্জ্বলিত সীমানা।

অবশেষে।

 

(০১/০১/২০)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন