অনন্ত যৌবন

 

 

অনন্ত যৌবন

 

তোমার সাথে এত কথা হলো জীবন ভর।

যৌবন সঙ্গমের মধ্য রাতের সোহাগ থেকে আজ

পাঁচটি দশক।

তবুও বার্দ্ধক্য গুঁড়ি মেরে হাসে আমাদের শরীরী শিহরণে।

এই বিশ্বের মঞ্চসজ্জা থেকে জানি এবার বন্ধ হয়ে যাবে

কখন সব কানাকানি।

তবু কি তুমি বা আমি তৃপ্তি নিয়ে যাবো?

যৌবন জোয়ারের ঢেউ অবশ স্নায়ুর মৃত কোষে

তাও স্বাক্ষর রেখে যায় স্মৃতিরেখায়।

রোমহর্ষে।

শিহরনে আজও স্থবির চুম্বনের ঠিক আগে।

নতুন দিনের মানুষ।

এসে গেছে যারা,

আমাদের ভাব ভাষা ভালোবাসা সঙ্গম নিয়ে

তাদের অনুভবে

আমাদের বার্দ্ধক্য দেখ ঠিক জব্দ হয়ে যাবে

আজ এই বার্দ্ধক্যের মুখোমুখি তাই

আজও আমি তোমাকে যে চাই।

ভালোবাসা জানো সোনা।

সময় মানে না।

অনন্ত যৌবনে।

 

(০২/০৬/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন