অঙ্গরাগ সুরভিত

 

 

অঙ্গরাগ সুরভি

 

অঙ্গ জুড়ে রাত নেমেছে

সুরার স্বাদের ছন্দে

আকাশ ভরে ঝিকিমিকি

রজনীগন্ধা গন্ধে

 

নয়ন জুড়ে ফেনিয়ে ওঠে

তন্বী তনুর নৃত্য

কন্ঠ মদির সুরের টানে

ভরিয়ে তোলে চিত্ত

 

বাহুযুগল মেললে ডানা

হৃদয় ওঠে ছলকে

নৃত্য তালের বিভঙ্গেতে

কামনা নাচে ঝলকে

 

রাত সুরভি অধর ছোঁয়ায়

মত্ত অধীর চুম্বন

মিলন তিয়াস ব্যাকুল করে

অঙ্গ ভরা যৌবন

 

আজকে সখী চাঁদনী রাতে

বক্ষযুগল বিহ্বল

শয্যাবাসর মিলন রতি

তোমার ছোঁয়ায় উজ্জ্বল

 

হাজার তারার এইযে আঁধার

অঙ্গে তোমার দুলছে

পূর্ণিমা রাত ঢেউ এর মত

অন্তরে মোর ফুলছে

 

আজকে সখী মিলন রাতে

লক্ষ যুগ সঞ্চিত,

প্রেমের বাঁশি উঠল বেজে

আর রবে না বঞ্চিত

 

তোমার আমার যুগল তনু

সোহাগ রঙে রঞ্জিত

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন