অজর অমর অক্ষয়

 

 

অজর অমর অক্ষয়

 

জানি বয়সেরও গাছ পাথর আছে

সালোকসংশ্লেষ বুড়িয়ে গেলে

দাহ্য ঐতিহ্য ছাড়া থাকে না উত্তরাধিকার অন্য

 

পাপ পূণ্যের ভানুমতী খেলায় চৌষট্টি খোপের রাজত্বেও

শেষ হাসি ঝরে যাবে এমনিতে

 

তবু দেখ মেয়েটা ছেলেটার বুকে ঘরবাড়ি তুলে

নাতি নাতনি নিয়ে বুড়ি হয়ে গেলেও ক্রমে......

স্নো পাউডারে ভ্যানিটি ভরেছে

 

তন্বীর বুকে মৌতাত খুঁটে খুঁটে

বিবস্ত্র বিষদাঁত মনু-সংহিতা প্রসব তবু করে

প্লাবলিক প্লেসে

 

বেতনভুক ঐতিহাসিকের পেছনে তাঁবেদার মিছিলে

এক পা দু-পা দৌড়ের নিয়মিত অডিশানের

ব্যবস্থা  করা আছে

 

ঢপবাজির সিলেবাস জুড়ে

রাষ্ট্রীয় সংবিধান থেকে দাম্পত্য প্রেমের ইমারতে

সময় শুধু দেখ কেমন স্থিরবিন্দু হয়ে

দাঁড়িয়ে গিয়েছে?

 

(১৫/০৩/১৩)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন