রেজারেকশান

রেজারেকশান

 

অনেক আর্তস্বর আজও চিৎকার হতে পারে নি

অনেক প্রতিবাদ গলার স্বর পায় নি খুঁজে

অনেক ঝরাপাতা রাখেনি স্বাক্ষর সালোকসংশ্লেষের

কত কুঁড়ি বুড়িয়ে গেল, না ফুটে

ঘাস মাটির সবুজে

কোনো চিহ্নই স্থায়ী নয় জেনেও

অনেক বেদনা যখন কষ্ট হয় বুকে

তখন তোমার কাছে

আমারও হৃদয়

রক্তের মিছিলে যত শপথের হয়েছে মৃত্যু

যত স্বপ্ন পুড়েছে ষড়যন্ত্রের ব্যাভিচারে

সমস্ত শহীদের লাশকাটা কবরে

একটা গোলাপের তাজা কুঁড়ি আর

বারুদের রঙ এঁকে গেলাম

তবুও তোমার কথা ভাবিনি ঈশ্বর

বুজরুকে ভরেছে পৃথিবী

তবু মানুষই চেয়েছি মানুষেরই পাশে।

অনেক কবর খুঁড়ে দেখতে হবে

 মৃত আধমড়া বিপ্লবগুলো

আবারো ঘুরে দাঁড়াবে আমাদের কাঁধে

 মৃদু কণ্ঠ একটু জোরালো হলে

 

(৩১/০৮/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন