রোজকার ধারাপাত

রোজকার ধারাপাত

 

আমার কথায় রাগ করে না

একটু আধটু ধাক্কা লাগে,

লাগুক তাতে যায় না ছড়ে।

ঘড়ির কাঁটা তফাৎ গেলে

দেখবে যখন কবর খুঁড়ে

স্মৃতির ঢেলা:

সৃর্য ডোবা লাশকাটা চোখ

বিকেল বেলা। হাসবে তখন

অন্য মনে ঘরের কোণে।

দেখবে না কেউ সংগোপনে।

দেখবে পরে তোমার হাসি

উছল স্মৃতি উস্কে দিতো বুকের পাঁজর।

রাতকানা ঘর আলতো টেনে হাজার সূর্য

মধ্যেখানে। বলতো হেসে

তোমার কানে- রাগ পড়েছে?

লাগেনি তো। যায় নি ছড়ে?

 

তুমি তখন  নতুন ভোরে

ঘাড় উজিয়ে নতুন করে,

ঢ়েউ তুলতে শাড়ীর পাড়ে;

আমার নামে হাসলে একটু

ছোট্টো করে। তাতেই আমি

বন্য হলাম।

তাইতো তোমায় কথা দিলাম।

 আমার কথায় রাগ করে না।

একটু আধটু ধাক্কা লাগে।

লাগুক তাতে যায় না ছড়ে। অমন করে।

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন