রূপকথা হয়ত নয়

রূপকথা হয়ত নয়

 

শঙ্খমালার মত মেয়ের চোখে

বর্ষণমুখরিত জ্যোৎস্নার গান

আয়ুর তটরেখায় জলপরী ঢেউ এসে

শঙ্খমালার মত মেয়ের কথা বলে গেছে

সেখানে সাত সমুদ্রের তেরো নদীর গান

স্বাতী নক্ষত্রের বয়সিনী শঙ্খমালার চোখে

ধ্রুবতারার রঙ লেগে আছে

শতদল পদ্মের মাঝে শঙ্খচূড় সাপের ফণাও

আজ বিমুগ্ধ হরিণের শিকার ভুলে

হিংস্র শ্বাপদ বিস্মিত রাতের

গন্ধে ভালোবাসার মন্ত্রে বিভোর

প্রজাপতি রাতে আলোর পতঙ্গ

হৃদয়ে মেলেছে পাখা

শিশির স্নিগ্ধ চোখে

মাটির বুকে উষ্ণতা বাসা বাঁধল শেষে

 

রূপকথা হয়ত নয়

প্রেমের আসন্ন সময়ে

বিন্দু বিন্দু শিহরণ বেয়ে

নেমে আসা তৃপ্তির হিসেবে

জমে ওঠে আনন্দের রামধনু

শঙ্খমালাদের সময় হয় তখন

 

(১৮/১০/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন