রক্তের উজানে

রক্তের উজানে

 

ভালোবাসার পদ্মপাতায় গোলাপকুঁড়ি ইচ্ছেটুকু

রঙিন হল বলে

তোমার রূপে পরীর খেলা মাদল তালে দেলে

 

আলোছায়ার মনের ভিতে উষ্ণ যত ঢেউ

নরম শরীর শীতল প্রাণে স্বপ্ন সাগর উজান টানে

রাত বিরেতে কেউ।

 

এই যে এমন ব্যাকুল করা

মন উজানে শরীর ভেজা সঙ্গ সুধা রস।

ছায়া পথের সময় ধরে মহাকালের বশ।

 

এইতো সখী সত্য তোমার নয়ন জোড়া আলো।

এই দুনিয়ার ব্যস্ত সময়

লাভের কড়ির সুখের চেয়েও অনেক বেশি ভালো।

 

রামধনু রঙ এই যে শরীর রক্ত গরম আগুন।

এই তো সখী সত্য কেবল।

 জগত জুড়ে খেলছে দেখো হৃদয় জুড়ে ফাগুন।

 

ঘর তুলেছে চার দেওয়ালে

ইচ্ছে গুলো রঙিন সূতোয় উথলে ওঠা রাতে।

বলেলে সখী তোমার সুখে থাকতে পারি সাথে।

 

(১৬/০৫/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন