যাচ্ছি না কি পা বাড়িয়ে, সঙ্গে সঙ্গে তাই বলে?

যাচ্ছি না কি পা বাড়িয়ে

সঙ্গে সঙ্গে তাই বলে?

 

যাবার সময় হাতছানি দেয় মন গহনের অতলে

যাচ্ছি না কি পা বাড়িয়ে সঙ্গে সঙ্গে তাই বলে?

 

এই যে আজও রোদ রয়েছে নীল আকাশের কবলে

ই যে দেখি তন্বী মেয়ে প্রেমিক নিয়ে বগলে

 

এই তো আজও দম রয়েছে মধ্য রাতের আঁচলে

শরীর ভাঁজে পরস্পরে রক্ত নাচন ঢেউ তোলে

 

জ্যোৎস্না ভরা শাদা পাতায় দিনের সূর্য যায় গলে

ব্যর্থ প্রেমের ব্যাথার দানে কাব্য লেখে পাগলে

 

আজও দেখি ঘরের কোণে অর্ধাহারে দিন চলে

ভাঁড়ার ঘরের চাবির  গোছার ভাগ পায়নি সকলে

 

মঞ্চে উঠে ঐ যে নেতা মিথ্যা বলে যায় চলে

দোষী কেমন পার পেয়ে যায় সূক্ষ্ম আইন ফাঁক গলে

 

এসব ছেড়ে কেনই যাব আজও প্রেমে মন গলে

যুদ্ধ আজও জারি আছে দোষীর বিনাশ না হলে।।

 

(১৯/১১/১১)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন