রাতজ্যোৎস্না

রাতজ্যোৎস্না

 

আকাশ যেন রাত জ্যোৎস্নায়

নামল ধরায় ভালবাসার ভারে

বনফুলের ছটায় ছটায়

মাতল ধরা স্বপ্ন অভিসারে।

 

প্রান্তরেতে লাগল নাচন

বইল বাতাস শস্য দোদুল মাতে

বনে বনে লাগল কাঁপন

তারায় ভরা স্পষ্ট আঁধার রাতে

 

হৃদয় আমার উঠল নেচে

দূর আকাশে পাখির ডানার সুরে

নীড়ের নেশায় পাগল সে যে

ছুট লাগালো সারা জগৎ ঘুরে।

 

Joseph von Eichendorff এর "MONDNACHT"

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন