রণাঙ্গন থেকে

রণাঙ্গন থেকে

 

ইলশেগুঁড়ি বৃষ্টির জানলায় হিমবাহের মিছিল

দেখতে ডুব দিয়েছিলাম নাগরিক অধরে।

মেঠো অন্ধকার মুখে জোনাকির আলো

পথ দেখালো।

সেখানে লোভের সোপানে আঁচল লোটায় না

হায়দ্রাবাদী পার্ল বিবাদী বাগের পথে তৃপ্তির ফানুস

আগলায় না সাবধানী সমীকরণে।

পাঁজরচুর্ণ কল্পতরু নিয়ে চলেছি মানস সরোবর।

অনেক আকাশ হয়ত নেমে আসবে হাতের তোড়ায়।

বাতাসে কস্তুরীমৃগের ঘ্রাণ।

চুপি চুপি প্রেমের কথা

বলবে মাঝরাতের শিয়রে।

এক গণ্ডুষ গোবি সহারার জলে আলোকবর্ষ আদর

প্রলম্বিত বুকে সঞ্চিত যদি হয়।

হাসবে তুমি। সে মন্দ নয়।

 

অনেক খণ্ড যুদ্ধে আমাদের

ধারাপাত বিন্যস্ত হয়।

জীবনের সফল সময়।

সকলেই সৈনিক নয়

কেউ কেউ শহীদ বনে যায়।

 

(১২/০৭/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন