রিমঝিম

রিমঝিম

 

যেদিন রূপকথার জ্যোৎস্না নামাবে তুমি-

ঠুংরির কন্ঠে বেহাগের সুরার মতোন

শত রজনীর রজনীগন্ধায় তোমার বুকের মুদ্রায়

তেপান্তরের মাঠে ছুটবে পক্ষীরাজ

হাত বাড়ানো শুকসারির কবিতার খাতায়

নোবেল পদকের দুন্দুভি বেজে উঠবে-

তোমার অশ্রুঝরা প্রেমের সম্ভাষণে

মোহন বাঁশির ছায়াপথ জুড়ে জেগে থাকবে সপ্তর্ষীমণ্ডল

পৃথিবীর সমস্ত প্রেমিকের বিনিদ্র রজনীর মতোন

আমাদের অহংকারী দেরাজের চাবি

তলিয়ে যাবে ভূমিকম্পের রিখটার স্কেলে...

ময়ুরকিরণ বৃষ্টি পেখম মেলা শ্রাবণের হাত ধরে

রত্নদীপার পাণ্ডুলিপির মতো, সাতরঙা ঘুড়ির আকাশে

আরো নীল এঁকে দেবে তোমার নাম করে

মৌসুমী বায়ুমণ্ডল শেষপ্রশ্নের উত্তরে

ভালোবাসা হয়ে ঝরবে তোমার মতো রিমঝিম

 

(১৭/০৮/১৩)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন