যে যায়...... সে যায়......

যে যায়...... সে যায়......

 

......   ......   ......

    .......   ......   ......

        ......    ......   .....

          ........   ........    ......

 

 

তবুও তোমার সময় হলো

নোঙর তুলে নেবার?

নদীর জলে সাঁতার কেটে

সাগরে ডুব দেবার

 

পাথর ভেঙ্গে পাহাড়ে উঠে

খাদের ধারে ধুপ.

বুকের ভিতর প্রতিধ্বনি

তবুও থাকি চুপ

 

শূন্য থেকে শুরু করে

শূন্য চরাচর

কোলাহল তো বারণ হলো

নিথর বরাবর

 

ভালোবাসার মেঘ রোদ্দুর

বৃষ্টিতে টাপটুপ

আজ সাহারা কালকে গোবী

গড়ছে বালির স্তূপ

 

নিথর শরীর পাথর রাতে

অশ্রুস্বরে একা

শূন্য থেকে শূন্য হয়ে

দীর্ঘ যবনিকা ..................

 

(১১/০৩/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন