দলিল

 

দলিল

 

এখানে আকাশগুলো মুঠো মুঠো আলো ছড়াবে বলেছিল

কিন্তু ক্ষমতার গদিতে বসে সে কথা আর কে মনে রাখে?

অনেক সাগর মন্থনে যেটুকু অমৃত উঠে আসে

তাতেও নাকি ভেজালের গন্ধ পাওয়া গেছে

 

ওদিকে নোবেল কমিটির ইস্তাহারে

স্বজনপোষনের জন্য

 কূটনৈতিক কোটা খোলা হয়েছে সম্প্রতি

কিন্তু সম্প্রীতির বাতাবরণে সবাই কুলুপ এঁটেছে মুখে

 

বোধদয়ের বইয়ে এবং বর্ণপরিচয়ে,

আর মিডডে মিলে ভর্তুকির কোঠায়;

 বুদ্ধ হেসেছে

মধ্যরাতের শারীরীক বিন্যাসে

এইচ আই ভি পজিটিভের সূক্ষ্ম সংশয় আছে

 

তবু তো এসেছি পরস্পরের কাছে

আমাদের চুমুতে যতটুকু হিসাব পত্তর আছে

যতটুকু আদর- থেকেও হারিয়ে গেছে,

ততটুকু সম্ভাবনা নিয়ে গর্ভের ভ্রূণে যারা জন্মাচ্ছে

তাদের কাছে আমাদের দলিল

 

(৩০/০৭/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন