দস্তখত

 

দস্তখত

 

চুপ কর মালোবিকা নিপাট বনানীর মাঝে এখনো

বুড়ি চাঁদ জংলাডুলির জলে জ্যোৎস্না হয়ে ওঠে

তোমার ঐ অধর দংশন হাসিতে নেশা আছে,

তাই কাছে এসো বসো এই নেশারুর পাশে

কথা নয় আর, বলো না কথা কোনো

বুড়ি চাঁদ সব কথা জানে

 

বিরল মুহুর্ত মালোবিকা, একবার তাকালে

বসন্ত আসবে আবার মাঘ নিশীথের আড়ালে

মালোবিকা চুপ করো কথা বলো না কোনো

বুড়ি চাঁদ হামাগুড়ি দেয় কিন্তু কি হবে দাঁড়ালে?

 

সংসার- দেরাজে কাগজ দস্তাবেজ দস্তখতে

নিশ্চিন্তে ডিম পাড়ে। মালোবিকা তোমার দুধের

রঙে আমাদের অর্জন যুগান্তর আনবে হয়তো

হয়তো না নয়তো ঝিমাবে

 

তোমার অধর দংশনে বুড়ি চাঁদ তবু জ্যোৎস্না ছড়াবে

কোনো এক নেশারুর ঘোরে যুগ যুগান্তর ধরে

 

 (০৮/০২/১২)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন