দারুচিনি দ্বীপের ভিতর

 

দারুচিনি দ্বীপের ভিতর

 

আমাদের ভালোবাসার শতবর্ষে মাছরাঙা রঙে উড়বে সময়

বাতাসের মৌসুমী মন

আরও বেশি ভিজবে মনে হয়

গোলাপের অস্ফূট কুঁড়ি বলাকার পাতা থেকে পড়বে কবিতা

আকাশ নুপুর ছন্দে মোমের পুতুলের দেশে

নাচিবে বালিকা

আমাদের ভালোবাসার শতবর্ষে সুজাতার পায়েসে

কয়েদের গারদ যাবে খুলে

বিচারের বাণী আর কাঁদবে না ফাঁসীকাঠে ঝুলে

 

দারুচিনি দ্বীপের ভিতর পাণ্ডুলিপি নিয়ে বনলতা সেন

জানি না তখন কবিকে কি বলবেন

তখন সূর্য সূর্য ঠোঁটে জোনাকির ঝিলমিলে

কারা যেন রাষ্ট্রপুঞ্জ গড়বেন

 

আমাদের ভালোবাসার শতবর্ষে অমলকান্তি

সকালের রোদ হয়ে

ধ্রুবতারা হয়ে যাবে

সকল বাঙ্কার থেকে গুপ্তঘাতকের প্রয়োজন ফুরাবে

আমাদের ভালোবাসার শতবর্ষে

হয়ত এমনটাই সব হবে?

 

(২৬/০৬/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন