দিবাস্বপ্ন নয়

 

দিবাস্বপ্ন নয়

 

স্বপ্নের মধ্যে যারা মরে যায় দমবন্ধ হয়ে

ভয়াবহ প্রেমের আরতি

দিকশূন্যপুরের ঠিকানা হাতে উদভ্রান্ত হৃদয়

বালিঘর বাধঁতে চায়

কুরুক্ষেত্র তাদের জন্য নয়

মধ্যরাতের ক্লান্তি সকালের রোদে ধুয়ে নিলে

কেউ আর আত্মীয় তো নয়

 

জীবন আর দিবাস্বপ্নের

মধ্যে ইচ্ছেগুলো পেণ্ডুলাম হলে,

 কিছুটা সংশয় যেন সেতুতে টলমল করে

 

অনেক পথ নিরালা পড়ে থাকে

অনেক পথে বিপদের গন্ধ আছে

তবু অস্ত্রের ঝনঝনানি আর পরামর্শ কিংবা মন্ত্রের কানাকানি

এ হৃদয়ে রোমহর্ষ জাগালে

অনেকটা জমি হয়ত ফিরে পাওয়া যায়

পায়ের তলায় জমির সত্ত্ব চাই বন্ধু

নয়তো বাঁধবেই কুরুক্ষেত্র

সকালের রোদে

স্বপ্নের আস্তিনে মুগুর না ভাঁজলে মহাপ্রস্থানের পথও রুদ্ধ তাই

 

(০৮/০৮/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন