দু একটি লাইন

 

দু একটি লাইন

 

[১]

শঙ্খচূড় সাপের বিষেও

ভালোবাসার ওম জমানো আছে

মাটি পৃথিবীর প্রেম

সাপের বুকেও জাগিয়েছে শিহরণ

সেই বিষের থলিতে করেছি অমৃত মন্থন

জলে কুমীর ডাঙ্গায় বাঘ নিয়েও

মানব ছুটেছে তার মানবীর কাছে

শ্বাপদের হুঙ্কার নিয়ে

বুলেটের ঝাঁক থাকে ওঁৎ পেতে

পোড়া বারুদেও লিখেছি তাও মিলনের গান

 

[২]

পা ভাঙ্গা নদীর ঢেউ নিয়ে

পারে আজ মিলনতিথির উৎসব

মানুষ এসেছে তার মানুষীর কাছে

মাটির নিচে আজ যারা ঘুমিয়ে আছে

যুদ্ধ মারী হিংসার দগদগে

ক্ষত নিয়ে বুকে;

তারাও তাদের ভালোবাসা

পাঠিয়ে দিয়েছে আজ সবুজ তরতাজা ঘাসে

সমস্ত সূর্যের আলো নিয়ে প্রিয়া চেয়ে দেখ আজ

কে এসে দাঁড়িয়ছে পাশে

 

 (২১/০৯/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন