দু ঢোক স্মৃতির গল্প

 

দু ঢোক স্মৃতির গল্প

 

ইতস্তত চুপচাপ ঘুমন্ত দুপুরগুলো শুয়ে আছে।

খোলা আকাশের দিকে নিধিরাম স্বপ্ন ভনিতাবিহীন।

হারানো দিনের বৃক্ষশাখায় ঝুলন্ত ঝুরঝুরে স্মৃতির ঝুরি থেকে

টুপ করে নেমে পড়তে পার এবার।

সংসারী মানুষ।

পলেস্তরা খসা দেওয়ালের মত খিটখিটে যদিও।

তবু নাভিকুণ্ডে ওম এখনো কিছু অবশিষ্ট আছে।

হয়ত জানো না।

হয়ত  জানতে চাও না।

নয়ত ভয় পাও জেনেছি।

তবু দেখ;

নিধিরাম স্বপ্নের বোতলে তোমার জন্য

সামুদ্রিক জ্যোৎস্নার মত

মধ্যরাতের স্কচ থেকে বেলোয়ারী হূইস্কি ঢেলে

রেখেছি আবার।

দু ঢোক তোমার আমার।

মঞ্জরিত পলাশের নৃত্যে সঙ্কোচিত চিত্তে-

পুরানো ঠোঁট দুটিতে দেখ

শীর্ণ শিহরন--

তবু বারণ মানে নি তোমার।

 

(১২/০৮/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন