দিবা স্বপ্ন

 

দিবা স্বপ্ন

 

এক ফোঁটা দু ফোঁটা করে

যতটুকু বৃষ্টি করেছি সঞ্চয়

সে জলে সাগর হয়নি হয়তো

তবে তোমাকে ভেজানো

যেতো তো নিশ্চয়

 

এ কথা সে কথা করে

যত কথা বলেছি ক্রমান্বয়ে

সে কথায় রাজত্ব জোটেনি হয়তো

তবে তোমাকে দেওয়া

যেতো তা নির্ভয়ে

 

এক পা দু পা করে

যত পথ পাড়ি দিয়েছি জীবনে

সে পথে এগনো হল না হয়তো

তবে তোমাকে নিয়েছি

তো ঠিক চিনে

 

একটা দুটো করে

যে কটা প্রেমিক রয়েছি এখনো

তাতে স্বর্গ হয় না পৃথিবী

তবে বাকিদের যেতোই তো

খুব ভাবানো

 

 (২৭/০৪/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন