দিবারাত্রির কাব্য

 

দিবারাত্রির  কাব্য

 

যেদিন আমাদের মন ভালো থাকে না

সোনালী ভোর কিংবা রূপালী সন্ধ্যা

শরতের মেঘমুক্ত আকাশের

ভালোলাগা নীলে শুভ্র রজনীগন্ধা

বসন্তের পলাশ কিংবা শ্রাবণের

অঝর নদীর ছলাৎ ছলাৎ মন

প্রথম প্রেমের লাজুক চুম্বন

কিংবা অধীর আলিঙ্গনের

প্রথম শিহরণ

পরস্পরের ভ্রুকুঞ্চন বিন্যাসে,

সাংসারিক টুকিটাকি

রোজকার নিয়মিতফরমাশে অন্তর দহন

কিংবা স্মৃতির আগোছালো প্রতিভাসে

অভিমানী শয্যায়

শেষ এবং অন্তিম চক্ষুলজ্জায়

সব! সব! ব্যর্থ এবং

বড়ো মিথ্যে বলে মনে হয়

তখন মধ্যরাতের সিম্ফনি

ঝুরঝুর ভেঙ্গে ভেঙ্গে

ঘন্টা মিনিট সেকেণ্ড

মহাকাব্যের পাতা জোড়া

আমাদের লাইন জুড়ে জুড়ে

এযুগের গল্পও হয়ে ওঠে

এক একটা লেজেণ্ড!!!

 

 (১৮/০৭/১৩)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন