তুমি শুধু তুমি

 


তুমি শুধু তুমি

 

হয়তো আলোর বিন্দুতেই আঁধার সিন্ধুর কোরাস

হয়তো অন্ধকারের সম্পূর্ণ বৃত্তেই

একরৈখিক তোমার আলোয়

আমার বৃত্তাকার সীমানা

হয়তো আমাদের পাণ্ডুলিপির তুলোটে সন্ধ্যায়

প্রাত্যহিক মহাভারতের গল্প

হয়তো তোমার আমার অক্ষর জোনাকির

ডানায় আলোকিত ঘন অন্ধকার

হয়তো ঋতু পরিবর্তনের বাসরে অভিমানী টানেল জুড়ে

ভালোবাসার অ আ ক খ

হয়তো মহাপ্রস্থানের সিঁড়িতে ইতিহাসের হাতেখড়ি

হয়তো প্লাবনের শেষ ডিঙায় আমাদের প্রথম দেখা

হয়তো শুভদৃষ্টির চোখে

ধৃতরাষ্ট্রর সংলাপ,

গান্ধারীর প্রেম কাহিনী

হয়তো একবিন্দু বৃষ্টির

নিরালা ফোঁটায়

তোমার সুরেলা আসর

হয়তো আমার শব্দের বোঁটায়

তোমার সুরভি

হয়তো আদিগন্ত সীমানায়

সংলাপের সবটাই

শুধু তুমি

 

 (২৫/০৬/১৩)

 

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন