মহাপুরুষ কাপুরুষ

মহাপুরুষ কাপুরুষ

 

পূজো নিজেই নিজেকে করেছি

ভুলেছি নিজেকে

আজ আর ভোলাতে পারি না

 

আজ আরতির শিখা

আত্মরতি ভীমরতি হয়ে দেখা দেয়

কালের অভিশাপে

 

স্তবকে স্তবকে এ জীবনের সঞ্চয়ে

স্তাবকের আনাগোনা শুধু

দাঁড়াবার স্থান অকুলান

 

কপালে সাফল্যের জয়ঢাক

আড়ালে দাঁড়িয়ে পিতৃদত্ত নাম

মাতার আত্মজ

 

মহাকালের ভাঁড়ারে

আত্মগ্লানি, আত্মগর্বের ঔদ্ধত্যে

ঢাকে আজীবন লজ্জা

 

তবুও পরাভূত নই

সম্ভূত আবেগের তাড়নায়

মকশো করি মহামানবের বরাভয়

 

(০৩/০৪/১২)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন