সক্রেটিসের বিষে

সক্রেটিসের বিষে

 

মঞ্জুলিকা তোমার সময় হল

যাবার।

এই পৃথিবীর রণ রক্ত সফলতা ছেড়ে

কোথায় যাবে তুমি?

 

পাখনা ছাড়া জলে মাছের

মতন সাঁতার।

আঁশ খসানোর দিনে

আশার ইজেল নিয়ে

কোথায় স্বর্গভুমি।

 

মঞ্জুলিকা তোমার কাঁদার মত কাঁধ...............

চওড়া বুকের পাটা

বাড়িয়ে দেওয়া হাত

অভাব হলো খুবই?

 

ঈশ্বরের ঐ মুখ।

হৃদয় পোড়া সাধ।

মাইল মাইল পেড়িয়ে এসে

ঐতিহাসিক পথ...........

আশার ভরাডুবি।

 

মঞ্জুলিকা, এই

ভুবন ছাড়া আলো

কোথায় পাব আর।

সক্রেটিসের বিষে

আগুন ছেঁচে জল

অমৃতটুক ঢালো.

 

(২৬/১০/১১)

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন