সংক্রান্তির সলতে

সংক্রান্তির সলতে

 

দ্বিধাগ্রস্ত আমার অক্ষর তোমার ক্ষতবিক্ষত যৌবনে

পদাবলী নিয়ে আসে যদি, যদি চৈত্রসংক্রান্তির রাতে

 

নতুন বছর তোমার রূপে অপরূপ সকাল হয়ে আসে

যদি শরশয্যার গ্লানির ভিতর অক্ষম আর্তনাদ

 

নতুন প্রজন্মের ঠিকানা রেখে যায় প্রিয় জন্মভূমির বুকে?

এ মাটির আঘ্রাণে পূর্বপুরুষের কৃতকর্মের প্রায়শ্চিত্য আছে

 

নিস্তবদ্ধ শিশির অশ্রুত বেদনা ব্যথায়

মৃয়মান বসন্তের রক্তলগ্ন সর্পিল বিষাক্ত তীরন্দাজের

 

সাথে তবু একাকী লড়েছে

ভোরের আলোর কাছে কুয়াশার পরাজয়ের মতো

 

তোমার সান্নিধ্যে আমারও ভালোবাসাটুকু

আলো হয়ে উষ্ণতায় ভাস্বর হয়ে গেলে

 

অবরুদ্ধ বিপ্রতীপ সময় সংহতির একচিলতে সলতেতে

ভালোবাসা প্রেম হয়ে এবার আগুন জ্বেলে দেবে দেখো

 

হে প্রিয়

 

(১৩/০৪/১৩)

 

যে কবিতাটি খুঁজতে চান তার শিরোনাম দিয়ে সন্ধান করুন